Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

সাম্প্রতিক বছর সমুহের (৩ বছর) প্রধান অর্জন সমুহঃ

কিশোরগঞ্জ সদর, হোসেনপুর, পাকুন্দিয়া, নান্দাইল, কটিয়াদী, তাড়াইল, ইটনা, মিঠামইন, করিমগঞ্জ, নিকলী, অষ্টগ্রাম উপজেলার বিশাল হাওড় এলাকা সমন্বয়ে 2555 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি গঠিত। বর্তমান সরকারের রূপকল্প 2021 বাস্তবায়নের অংশ হিসেবে ঘরে  ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার লক্ষ্যে অত্র সমিতি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। গ্রামীন জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন ও জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে মার্চ/18 পর্যন্ত 6505 কিঃমিঃ লাইন নির্মান সম্পন্ন করা হয়েছে এবং এপ্রিল/18 পর্যন্ত 3,35,122 জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। অত্র পবিসের 10টি উপকেন্দ্র- কিশোরগঞ্জ সদর-15এমভিএ, নান্দাইল-1-10এমভিএ, নান্দাইল-2-10এমভিএ, তাড়াইল-10এমভিএ, মিঠামইন-10এমভিএ, করিমগঞ্জ-10এমভিএ, কিশোরগঞ্জ-2 (বিসিক)-10এমভিএ, পাকুন্দিয়া-1-20এমভিএ, কটিয়াদী-10এমভিএ, হোসেনপুর-10এমভিএ এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

গত 03 বছরে উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ সমুহ নিম্নরূপঃ

 

(১)   মিঠামইন-5 এমভিএ উপকেন্দ্র আপগ্রেডিং করে 10 এমভিএ-তে উন্নীত করণ।

(২)   করিমগঞ্জ-10এমভিএ উপকেন্দ্র নির্মান পূর্বক চালু করণ।

(৩)  UREDS প্রকল্পের আওতায় 2017-18 অর্থ বছরে কিশোরগঞ্জ সদর-2(বিসিক) 10এমভিএ, নান্দাইল-2 (মুশুল্লী)

      10এমভিএ  এবং হোসেনপুর-10এমভিএ ইনডোর উপকেন্দ্র নির্মান এবং চালু করণ।

(৪)  পাকুন্দিয়া নতুন 33 কেভি লাইন নির্মান পূর্বক  পিডিবি 33 কেভি লাইন হইতে টেপিং অপসারণ।

(৫)  নতুন ফিডার নির্মান পূর্বক 10টি ওভারলোডেড 11 কেভি ফিডার এর লোড বিভাজন করণ।

(৬)  সমিতির নিজস্ব জনবল দ্বারা 01টি পাওয়ার ট্রান্সফরমার মেরামত করা।

(৭)  নান্দাইল-2  33 কেভি লাইন নির্মান পূর্বক নান্দাইল-1  33 কেভি লাইন এর ওভারলোড সমস্যা নিরসন করা।

(৮)  তাড়াইল-10 এমভিএ উপকেন্দ্রের ওভারলোডেড 06 নং ফিডারের লোড বিভাজন পূর্বক ওভারলোড নিরসন

      করণ।

(৯)  নিজস্ব জনবল দ্বারা পাকুন্দিয়া-15এমভিএ উপকেন্দ্রকে 20 এমভিএ-তে উন্নীত করণ।

(10)  নান্দাইল উপজেলা সদরে বিদ্যুৎ সরবরাহকৃত 11 কেভি ফিডার ওভারলোডেড থাকায় নতুন ফিডার নির্মান পূর্বক

       উপজেলা সদরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা।

(১১) কিশোরগঞ্জ সদর উপকেন্দ্র-10এমভিএ হইতে 15 এমভিএ-তে আপগ্রেডিং কাজ সম্পাদন করা হয়েছে।

(১২) নান্দাইল জোনাল অফিসের জন্য স্থায়ী ভবন নির্মান কাজ শুরু করা।