অত্র সমিতির আওতাধীন নিকলী,অষ্টগ্রাম,মিঠামইন ও তাড়াইল এবং ইটনা উপজেলা ইতিমধ্যে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করা হয়েছে।
কিশোরগঞ্জ সদর, করিমগঞ্জ, হোসেনপুর, কটিয়াদী উপজেলা আগামী জুন/18 এর মধ্যে শতভাগ বিদ্যুতায়ন করা সম্ভব হবে এবং নান্দাইল ও পাকুন্দিয়া উপজেলা সেপ্টেম্বর/18 এর মধ্যে শতভাগ বিদ্যুতায়নের পরিকল্পনা রয়েছে।
আগামী 2030 সালের মধ্যে গ্রাহকের বিদ্যুৎ ব্যবহার বৃদ্ধি পাওয়ার বিষয়টি হিসাব পূর্বক অত্র সমিতির বিভিন্ন এলাকায় উপকেন্দ্র ও লাইন নির্মানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গ্রাহকের চাহিদা পূরনের লক্ষ্যে নিকলী,অষ্টগ্রাম উপজেলার REE-DDP-2 প্রকল্পের আওতায় উপকেন্দ্র নির্মানের পরিকল্পনা অনুযায়ী কাজ চলমান আছে।
1.5 মিলিয়ন গ্রাহক সংযোগ প্রকল্পের আওতায় ইটনা ও পাকুন্দিয়া উপজেলায় উপকেন্দ্র নির্মানের জন্য ইতিমধ্যে জমির সাইড সিলেকশন পূর্বক ক্রয় কাজ সম্পন্ন করা হয়েছে।
কিশোরগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে 2025 সাল নাগাদ 100 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে 05টি উপকেন্দ্র নির্মানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
অত্র সমিতির আওতাধীন গ্রাহকগনের সেবা নিশ্চিত করনের জন্য বিভিন্ন প্রকল্পের আওতায় স্থায়ী জোনাল অফিস ভবন নির্মানের পরিকল্পনা আছে।
অত্র সমিতির আওতাধীন পূর্বে নির্মিত 800কিঃমিঃ এইচটি ও এলটি লাইন URIDS প্রকল্পের মাধ্যমে আপগ্রেডেশনের জন্য BOQ প্রস্তুত পূর্বক দরপত্রের জন্য প্রেরণ কাজ চলমান রাখা।
অত্র সমিতির আওতাধীন গ্রাহকগনের সেবা নিশ্চিত করনের জন্য বিভিন্ন উপকেন্দ্র-কে নেটওয়াকিং এর আওতায় আনার লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের আওতায় 33 কেভি লাইন নির্মান কাজ চলমান ও পরিকল্পনা আছে।
আগামী 5 বছরের মধ্যে অত্র সমিতির সিষ্টেম লস 10% এর মধ্যে আনয়ন ও গ্রাহক প্রান্তে 30,000প্রি-পেইড মিটার স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।